27 July , 2022
পদ্মশ্রী ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ প্রয়াত হয়েছেন। অবসান ঘটেছে তাঁর সাতান্ন বছরের কর্ম-জীবনের। কিন্তু আত্মার তো মৃত্যু হয় না! তাই “জীবন-মরণের সীমানা” ছাড়িয়ে সুন্দর শোভনতায় মানুষের প্রতি তাঁর শুভ-কামনা চির-অব্যাহত থাকবে। আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই তাঁকে। তাঁর আত্মার শান্তি কামনা করি।